ধনী গরীব সবাই মিলে ঈদ করবো একসাথে”এমন প্রতিপাদ্য নিয়ে প্রতিবারের ন্যায় ঈদ উপহার নিয়ে দুঃস্থ মানুষের দ্বারে দ্বারে স্কুল ফর হিউম্যানিটি ফাউন্ডেশন ।
স্থানীয় সূত্রে জানা যায় , সমাজের পিছিয়ে পড়া অবহেলিত অসহায় ও দুঃস্থ জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে স্কুল ফর হিউম্যানিটি ফাউন্ডেশন । রক্ত দান কর্মসূচি , পথশিশুদের নিয়ে আম উৎসব , শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে রচনা ও বিতর্ক প্রতিযোগিতা , স্বাস্থ্যসেবা , স্পোর্টস ককম্পিটিশন সহ নানা কমসুচি পরিচালনা করে আসছে স্কুল ফর হিউম্যানিটি ফাউন্ডেশন। প্রতিবছরের ন্যায় এই বছরেও “ধনী গরীব সবাই মিলে ঈদ করবো একসাথে” স্লোগান সামনে রেখে তিন”শ পরিবারের মাঝে ঈদ উপহার পৌছে দিয়েছে রাজশাহীর বাঘা ও নাটরের লালপুর থানার ২০ টি গ্রামের অসহায় ও দুঃস্থ পরিবারের মধ্যে । এছাড়াও কিছু পরিবারের মাঝে নগদ অর্থ , চাল, ডাল, চিনি, পেঁয়াজ, সেমাই, আটা, দুধ, আলু সহ প্রায় ১৫ দিনের খাদ্য সামগ্রী অসহায় ও দুঃস্থ মানুষদের বাসায় পৌঁছে দিয়েছে সংগঠনের সদস্যরা। স্কুল ফর হিউম্যানিটি ফাউন্ডেশনে সভাপতি রেজওয়ান মাহামুদ পলাশ ও সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান মিঠুন এক ঝাক তরুনদের সমন্বয় করে ঈদ উপহার কার্যক্রম সম্পূর্ণ করা সম্ভব করছেন। এই বিষয়ে প্রশ্ন করা হলে ফাউন্ডেশনের সভাপতি রেজওয়ান মাহামুদ পলাশ বলেন যে, ” আমাদের উদ্দেশ্য প্রচারণা নয় বরং সমাজের যে সব শ্রেনী অসহায় ও দুঃস্থ কিন্তু লোক লজ্জার ভয়ে কারো কাছে সাহায্য চাইতে পারে না, ঈদের আনন্দ যেন তাদের মাঝে ছড়িয়ে পড়ুক, সেই বিষয়গুলো মাথায় রেখে রাতের আধারে অসহায় ও দুঃস্থ মানুষদের বাসায় আমাদের সামর্থ্য অনুযায়ী ঈদ উপহার প্যাকেজ পৌছে দিই।ঈদ উপহার ইভেন্ট সফল করতে ফাউন্ডেশনের শুভাকাঙ্ক্ষী, উপদেষ্টা মন্ডলী, পরামর্শক ও নিবন্ধিত সদস্য যারা অক্লান্ত পরিশ্রম ও অর্থ দিয়ে সাহায্য করেছে তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সেই সাথে সোনার বাংলাদেশ গড়তে সমাজের বিত্তশালী ব্যক্তিদের এগিয়ে আসার আহবান জানায়।