নাটোরের লালপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কোন্দল নিরসনে বিশেষ বর্ধিত সভা সকাল ১১ টায় শুরু হয়ে রাত ১১ টায় শেষ হয়েছে। টানা ১২ ঘন্টার সভায় ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনের প্রস্তুত কমিটি গঠনের মাধ্যমে এ সভা শেষ হয়েছে।
গতকাল শনিবার (৭ মে) উপজেলা অডিটোরিয়ামে লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসাহাক আলীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি।
এসময় অধ্যাপক আব্দুল কুদ্দুস বলেন, আওয়ামী লীগের ৭৪ বছরের ইতিহাস এতো দীর্ঘ সময় কোন বর্ধিত সভা হয়েছে কি না আমার জানা নেই। এটাই দেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময়ের বর্ধিত সভার রেকর্ড। আমরা সময়ের দিকে না তাকিয়ে শেখ হাসিনার নির্দেশে দলকে শক্তিশালী করতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছি।
এছাড়া সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান। তিনি আগামী ১৫ দিনের মধ্যে ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন সফল করার লক্ষে লালপুর উপজেলা আওয়ামী লীগের সমন্বয়ে ইউনিয়ন ভিত্তিক আলাদা সম্মেলন প্রস্তুত কমিটি ঘোষনা দিয়ে বলেন, এ প্রস্তুত কমিটি লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগকে নিয়ে সম্মেলন সম্পন্ন করবে।
পরবর্তীতে সাবেক সাংসদ ও বর্তমান সাংসদকে সাথে নিয়ে উপজেলা আওয়ামী লীগ ইউনিয়ন আওয়ামী লীগ সম্মেলন সম্পন্ন হবে। পরে কেন্দ্রীয় নের্তৃবৃন্দের উপস্থিততে লালপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন করা হবে।
এসময় সাবেক যুব ও ক্রিড়ামন্ত্রী আহাদ আলী সরকার, নাটোর-১ আসনের সংসদ শহীদুল ইসলাম বকুল, সাবেক সংসদ এ্যাড. আবুল কালাম আজাদসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।