নাটোরের লালপুরে খোরশেদ আলম মিলন (৩২) নামে এক অটোচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৫ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ১০নং কদিমচিলান ইউনিয়নের ঘাটচিলান গ্রামে আখ ক্ষেতের ভিতরে থেকে তার লাশ উদ্ধার করা হয়। মিলন পাশ্ববর্তী বড়াইগ্রাম উপজেলার মহিষডাঙ্গা গ্রামের ফখরুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মিলন গতকাল ১৪ মে রাতে অটো নিয়ে বের হয়। তারপর আর বাড়ি ফিরেনি। বিভিন্ন স্থানে খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। রোববার চাঁনপুর থেকে কদিমচিলান বাজার যাওয়ার রাস্তার ওপর তার ব্যবহৃত জুতা দেখতে পেয়ে আসে পাশে খোঁজাখুঁজির একপর্যায়ে আখ ক্ষেতের ভিতর তার লাশ দেখতে পেয়ে স্থানীয়দের মাধ্যমে পুলিশকে অবগত করে। পরে লালপুর থানার পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনোয়ারুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নাটোর হাসপাতালে পাঠানো হয়েছে। এবিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।