নাটোরের লালপুরে শেযালের কামড়ে মোছা: শেফালী (৩৫) নামে এক মহিলা আহত হয়েছে।
রোববার (২২ মে) বিকেলে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের কাজীপাড়া গ্রামে এই ঘটনা ঘটে, শেফালী ওই গ্রামের মো: চান্দু আলীর স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, আহত শেফালী ঘর ঝাড়ু দিয়ে ময়লা ফেলার জন্য বাড়ীর বাইরে গেলে জঙ্গলে থাকা শেয়াল আকস্মিকভাবে তার ওপর আক্রমণ করে রক্তাক্ত জখম করে, পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন, সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক ধুপইল আরশাদের ক্লিনিকে পাঠায়, বর্তমানে আহত নারী নিজ বাড়িতে চিকিসাধীন রয়েছে।