দুই বন্ধুর একসঙ্গে পথচলা। এক বন্ধু মামলায় জেলে গেলে তার স্ত্রীকে বিয়ে করেন অপর বন্ধু। পরে জামিনে বের হয়েই স্ত্রীকে বিয়ে করা ওই বন্ধুকে খুন করেন জেল ফেরত বন্ধু।
বুধবার (১ জুন) দুপুর ১২টার দিকে ঘটনাটি ঘটে নাটোর সদর উপজেলার চকবৈদ্যনাথ এলাকায়।
বন্ধু রাকিবকে ছুরিকাঘাত করে পালিয়ে যান জেল ফেরত রাসেল। পরে স্থানীয়রা উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর থানার ওসি নাছিম আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত রাকিব হোসেন (২৫) চকবৈদ্যনাথ এলাকার জালাল হোসেনের ছেলে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। পাশাপাশি খুনিকে ধরতে পুলিশের অভিযান চলছে বলে জানান ওসি।
ওসি নাছিম আহম্মেদ জানান, খুনের শিকার ও খুনি একই এলাকার বাসিন্দা। তারা একইসঙ্গে চলাচল করতো। এক মামলায় রাসেল হোসেন জেলে যান। এ সময় তার স্ত্রী সাথীর সঙ্গে প্রেমের সম্পর্কের ধারাবাহিকতায় রাসেলকে তালাক দেন সাথী। এরপর রাকিবকে বিয়ে করেন সাথী।