নাটোরের লালপুরে ৩০ বোতল ফেন্সিডিলসহ দোয়েল (৩০) নামে এক যবুককে আটক করেছে পুলিশ।
বুধবার (১ জুন) রাত দেড়টায় উপজেলার বেরিলাবাড়ি এলাকায় উপ-পুলিশ পরিদর্শক মো: শামসুজ্জোহার নেত্বত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটকৃত দোয়েল পাশ্ববর্তী বাঘা উপজেলার মিরগঞ্জ ভানুকর গ্রামের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার উপ-পুলিশ পরিদর্শক মো: শামসুজ্জোহা জানান, রাতে ফেন্সিডিলসহ দোয়েলকে গ্রেপ্তার করে নাটোর জেল হাজতে পাঠানো হয়েছে।