লালপুরে মালিকানা জমিতে বৃক্ষরোপনের প্রতিবাদে মানববন্ধন
নাটোরের লালপুর উপজেলার লক্ষীপুর, লালপুর এলাকার চর মহাদিয়াড় মৌজার পদ্মার চরাঞ্চলে ব্যাক্তি মালিকানাধীন প্রায় দেড় শত একর ফসলি জমিতে বনবিভাগ কর্তৃক বৃক্ষরোপনের প্রতিবাদে মানববন্ধন করেছে ওই এলাকার ভুক্তভুগী কৃষক ও চাষীরা।
বুধবার (১৫ জুন) দুপুরে ওই মৌজার ফসলি জমিতে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে ভুক্তভুগী কৃষক ও চাষীরা সাংবাদিকদের জানান, উপজেলার লক্ষীপুর এলাকার কয়েকশত কৃষকের ওই মৌজায় নিজ নামীয় প্রায় দেড় শত একর সম্পত্তি দীর্ঘ দিন বালু জমে তাকায় পরিবার- পরিজন নিয়ে অর্ধাহারে অনাহারে দিন কাটিয়েছি। বিগত কয়েক বছর আগে চরাঞ্চলের ওই জমিগুলো পলি পড়ে উর্বর জমিতে পরিনত হওয়ায় তারা তিল, বাদাম আখসহ বিভিন্ন ফসল উৎপাদন করছেন। এতে তাদের সংসারে সুখ শান্তি ফিরে এসেছে। কিন্তু তাদের এ সুখের সংসারে আগুন লাগিয়ে দিয়েছে বনবিভাগ। বনবিভাগ ওই উর্বর জমিগুলো তাদের দখলে নিয়ে গাছ লাগানোর অপচেষ্টা চালাচ্ছে, এতে এলাকায় অশান্তি সৃষ্টি সহ কৃষকের মধ্যে ক্ষোভ সৃষ্টি হচ্ছে। এ বিষয়ে প্রতিকার চেয়ে গত ১২ জুন নাটোর জেলা প্রশাসক বরাবরে আবেদন জমা দিয়েছেন তারা। আবেদনটি ভুমিমন্ত্রনালয় সহ সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে। বৃক্ষরোপনের নামে বনবিভাগ তাদের বাপ দাদার সম্পত্তি দখলের অপচেস্টা বন্ধের দাবি জানান তারা।