নাটোরের লালপুরে নদী পারাপারের নৌকার ঘাট দখল নেয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অনন্ত ৮ জন আহত হয়েছে।
আজ রোববার (২৬জুন) দুপুরে লালপুর কলোনী ঘাট এলাকায় মতিউর রহমান ও আমিনুল ইসলামের লোকজনের সাথে এই সংঘর্ষ বাঁধে। আহতরা হলেন, উপজেলার দক্ষিন লালপুর গ্রামের আমিরুল ইসলাম (৩৫), শামীম (৩৮), বিপ্লব (৩৫), সেন্টু (৩৭), বকুল (৪০), খাইরুল (৪৫), রিফাত হোসেন (১৭) ও ঝন্টু (৩৩)।
স্থানীয় সূত্র জানা গেছে, লালপুর কলোনী নৌকা ঘাটের আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিকের কাছে মিমাংসা না হওয়ায় উভয়পক্ষ দুইদিন সময় চেয়ে ইউনিয়ন পরিষদ থেকে বের হয়ে কলোনিতে প্রবেশের সময় দুই পক্ষের লোকজনের মারামারি বাঁধে। এতে হতাহতদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনোয়ারুজ্জামান জানান, নৌকা পারাপারের ঘাট দখল নেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের লোকজনের সাথে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে। এবিষয়ে তদন্ত সাপেক্ষে আইনআনুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।