নাটোরের লালপুরে ইমো হ্যাকিং চক্রের তিনজন প্রতারক গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার (৭ জুলাই ২০২২) ভোর রাতে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মহারাজপুর বিল (বালিয়াপুকুর) এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার চামটিয়ার মো. ইউনুস আলীর ছেলে মো মহিদুল ইসলাম (৩১), ভাটপাড়ার মো. শহিদুল মহলদারের ছেলে মো. সোহাগ আলী ওরফে হিরো (১৯) ও রামকৃষ্ণপুরের মো. সেকেন্দার আলীর ছেলে মো. শমজান আলী (২৫)।
সিপিসি-২, নাটোর ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন বলেন, বৃহস্পতিবার ভোর রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের ভেল্লাবাড়িয়া হতে বিলমাড়িয়াগামী পাকা রাস্তার মাহারাজপুরের বিল (বালিয়াপুকুর) মোড় এলাকায় তিনিসহ কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলামেরে নেতৃত্বে অভিযান পরিচালনা করেন। মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগ ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ইমো হ্যাকিং করে বিকাশের মাধ্যমে প্রতারণাপূর্বক অর্থ হাতিয়ে নেওয়ায় তাদেরকে গ্রেপ্তার করেন। এ সময় সিমকার্ডসহ ৫টি মোবাইল সেট ও একটি মোটর সাইকেল জব্দ করা হয়।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ ইলেকট্রনিক ডিভাইস ও ইন্টারনেট সংযোগ ব্যবহার করে প্রবাসীসহ দেশের বিভিন্ন প্রান্তের ইমো ব্যবহারকারীদের ইমো হ্যাক করে এবং পরবর্তীতে তাদের পরিচিতজনদের নিকট হতে প্রতারণাপূর্বক মোবাইল ফিন্যান্সিং সার্ভিস (বিকাশ) এর মাধ্যমে অর্থ হাতিয়ে নেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান বলেন, এ ঘটনায় লালপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ এর ২০/২৪/৩৪/৩৫ ধারায় মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে বৃহস্পতিবার সকালে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।