নাটোরে লালপুরে ভেজাল গুড় তৈরির অপরাধে মতলেব নামে এক গুড় ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (১৭ আগস্ট ২০২২) উপজেলার ওয়ালিয়া পশ্চিমপাড়া গ্রামে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর অভিযান চালিয়ে এ জরিমানা করেন।
এসময় সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪২ ধারায় ভেজাল গুড় তৈরির অপরাধে প্রশাসনিক ব্যবস্থায় এক গুড় ব্যবসায়ীকে জরিমানা আরোপ ও আদায় করা হয়। পাশাপাশি সচেতনতার জন্য লিফলেট বিতরণ করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।