নাটোরের লালপুরে রেল লাইনের ধার থেকে রাসেদুল ইসলাম (২৫) নামে এক যুবকের ট্রেনে কাটা মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার আজিমনগর রেলওয়ে স্টেশনের পূর্বদিকে মনিকহার গ্রাম সংলঙ্গন রেললাইনের ধার থেকে তার মৃতদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।নিহত রাসেদুল কুষ্টিয়া সদর উপজেলার হাটহরিপুর গ্রামের জিল্লুর রহমানের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে হাটতে গিয়ে মনিকহার গ্রাম সংলগ্ন রেললাইনের ধারে ট্রেনে কাটা পড়া একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। ধারনা করা হচ্ছে রাতের কোন এক সময় কোন এক ট্রেন কাটা পড়ে তার মৃত্যু হয়েছে।
আজিমনগর রেলওয়ে স্টেশন মাস্টার আসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন কোন ট্রেনে কাটা পড়েছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।