সংবাদ প্রকাশের পর সেই লাশ টানা আবুল হাসেম প্রামানিকের (৬০) পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা সুলতানা।
সোমবার (৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কচুয়া কারিগরপাড়া গ্রামে তাঁর নিজ বাড়িতে গিয়ে শুকনো খাবার, নগদ সহয়তা ও তাঁর চিকিৎসার খোঁজ-খবর নেন আর্থিক সহায়তা তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার দেবাশীষ বষাক, আড়বাব ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোখলেছুর রহমান প্রমুখ।
এর আগে গত শুক্রবার (২সেপ্টেম্বর) সর্বপ্রথম স্থানীয় ফেসবুক পেইজ “লালপুর লাইভ” ও পরবর্তীতে বিভিন্ন জাতীয় প্রত্রিকায় লাশ টানা হাসেমকে নিয়ে সংবাদ প্রকাশ করে । পরে সংবাদটি নজরে আসে প্রশাসনের।
আবেগে আপ্লুত হয়ে হাসেম বলেন, আমি অনেক খুশি ইউএনও মহোদয় আমার বাড়িতে আমাকে দেখতে এসেছেন। আমার খোঁজ-খবর নিয়েছেন। আমার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছেন। আমি প্রশাসনের নিকট চিরকৃতজ্ঞ।
এ বিষয়ে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানা বলেন, তাঁর বাড়িতে গিয়ে খোঁজ-খবর নেওয়া হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে তাঁকে শুকনো খাবার ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রীর আর্থিক তহবিল থেকে এককালীন অনুদানের ব্যবস্থা করবে প্রশাসন।