নাটোরের লালপুরে আকার ইঙ্গিতে চোর বলায় ক্ষিপ্ত হয়ে চারজনকে ছুরিকাঘাতে আহত করার অভিযোগ উঠেছে বাবা-ছেলের বিরুদ্ধে।
শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের লক্ষীপুর বাজারে এঘটনা ঘটে। আহতরা হলেন, একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে মাসুদ রানা (৩০), এনামুলের ছেলে তুষার (২২), পানাউল্লাহ ছেলে বিজয় (২২), নুরুল্লাহপুর গ্রামের আমিন উদ্দিনের ছেলে হাসেম (৩৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ সেপ্টেম্বর উপজেলার লক্ষীপুর বাজারে মাসুদ রানার দোকানে চুরি হয়। এর জেরে সকালে লক্ষীপুর গ্রামের কাবিল উদ্দিনের ছেলে নিলাম (৫৫) ও তার ছেলে আকাশকে (২২) আকার ঈঙ্গিতে চোর বুঝানোর চেষ্টা করায় কথা কাটাকাটির একপর্যায়ে তারা দোকানিসহ ৪ জনকে ছুরি দিয়ে এলোপাথাড়ি আঘাত করে জখম করে। পরে স্থানীয় আহতদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনোয়ারুজ্জামান বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনাণুগ ব্যবস্থা নেওয়া হবে।