নাটোরের লালপুরে পদ্মার চরে জোয়ার আসর থেকে পালাতে পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজের একদিন পর কামরুল ইসলাম রানা (৪২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৪অক্টোবর) দুপুর ২ টায় উপজেলার নবীনগর এলাকায় এঘটনা ঘটে। ওই যুবক পাশ্ববর্তী ঈশ্বরদী উপজেলার গোকুলনগর গ্রামের আব্দুল আজিজ রান্টুর ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল বিকালে উপজেলার তিলকপুর পদ্মার চরে জুয়ার আসরে অজ্ঞাত ব্যক্তির উপস্থিতি টের পেয়ে পুলিশ সন্দেহে অনন্ত ২০/৩০ জন পালিয়ে যায়। এসময় পালাতে গিয়ে খেয়ে পদ্মানদীতে ঝাঁপ দেয় কয়েকজন, এর মধ্যে নদীতে সাঁতরে পার হতে গিয়ে গতকালকে ওই যুবক নিখোঁজ হয়। পরে মঙ্গলবার দুপুরে নবীননগর এলাকায় লাশ দেখতে পেয়ে উদ্ধার করে রিজভী কনস্ট্রাকশন ইয়ার্ডের উপরে নিয়ে এসে লালপুর থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনোয়ারুজ্জামান বলেন, গতকাল এবিষয়ে কোন অভিযানে যায় নি পুলিশ। কারা গিয়েছিল বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।