নাটোরের লালপুরে কদিমচিলান ইউনিয়ন আওয়ামী লীগের (একাংশ) সাংগঠনিক সম্পাদক রুহুল আমিনসহ তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ড, চাঁদাবাজি ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ তুলেছে ৫৭ জন ভুক্তভোগী।
বৃহস্পতিবার (০৬ অক্টোবর ) বেলা ১২টার দিকে উপজেলা কদিমচিলান ক্লিক মোড়ে ওই আওয়ামী লীগ নেতা ও তার সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
এসময় ভুক্তভোগীরা জানান, বিভিন্ন সময় রুহুল আমিন, তার চাচাতো ভাই আমিনসহ তার সহযোগিরা বাজারের দোকানগুলোতে বাকি জিনিসপত্র নিয়ে টাকা দেয় না, টাকা চাইলে মারধর করে, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে। এমনকি হজ্জ্ব যেতে হলেও তাকে চাঁদা দেয়া লাগে। তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী তবুও প্রশাসন কার্যকারী পদক্ষেপ নিচ্ছে না বলে জানান তারা।
এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, কদিমচিলানের সাবেক ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উসমান গনি, সাবেক ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সামসুর রহমান, নগর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আতাহার আলী প্রমুখ।
এবিষয়ে ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন বলেন, আমার বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ষড়যন্ত্রমূলক অভিযোগ আনা হয়েছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান বলেন, এবিষয়ে কোন অভিযোগ পাই নি।অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।