“আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে নাটোরের লালপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।
শনিবার (২২ অক্টোবর) জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে লালপুর উপজেলা প্রশাসন ও নিরাপদ সড়ক চাই লালপুর উপজেলা শাখা আযোজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ বসাক, বিশেষ অতিথি ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আবু শামা।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই, লালপুর উপজেলা শাখার সভাপতি ও সাপ্তাহিক লালপুর বার্তা এর সম্পাদক আব্দুল মোত্তালেব রায়হান, জাতীয় সাংবাদিক সংস্থা নাটোর জেলা সভাপতি সালাহ উদ্দিন, লালপুর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুর রশিদ মাষ্টার, নিরাপদ সড়ক চাই লালপুর উপজেলা সাধারণ সম্পাদক সাংবাদিক মাজহারুল ইসলম, জাতীয় সাংবাদিক সংস্থা লালপুর উপজেলা সভাপতি জামিরুল ইসলাম, ফেরদৌস আহমেদ মনি, আলমাচ হোসেন, ফজলুর রহমান পলাশ, জামিল হোসেন, ফারহানুর রহমান রবিন প্রমুখ।