নাটোরের লালপুরে মোমিনপুর মাজার শরীর হাফেজিয়া মাদ্রাসার ছাঁদ ঢালাই কাজের শুভ করা হয়েছে।
শনিবার (২৯ অক্টোবর) মমিনপুর কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি ওয়াহেদুজ্জামান সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য অ্যাড আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালপুর উপজেলার আওয়ামীলিগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, লালপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসাহক আলী, নাটোর জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আমজাদ হোসেন।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ৫নং বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক সিদ্দিক আলী মিষ্টু, মমিনপুর মাজার শরীফ দাখিল মাদ্রাসার সুপার এ এস এম মোকাররেবুর রহমান নাসিম, অধ্যক্ষ ইসমত আলী, লুৎফর রহমান, পটল, হাজী আবু বক্কর, হাজী আব্দুর রাজ্জাক, সাবেক অধ্যক্ষ আব্দুল মান্নান, সমাজ সেবক শওকত আলী, মোমিনপুর মাজার শরীফ মসজিদের পেশ ইমাম মানসুর রহমান প্রমুখ।