নাটোরের লালপুরে আমানা তালিমুল কোরআন মাদ্রাসার উদ্যোগে কোরআনের প্রথম সবক প্রদান, কোরআন বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ২৩ অক্টোবর বিকালে উপজেলার রামকৃষ্ণ পুর পূর্বপাড়ায় অনুষ্ঠিত এঅনুষ্ঠানে আমানা ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আহবায়ক মোঃ হাসানুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ফাউন্ডেশন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য ডাঃ মোঃ হাসান আলী, আব্দুল করিম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, সুন্দর সুশৃংখল, শান্তিপূর্ণ একটি আদর্শ সমাজ গঠনের সুশিক্ষার প্রয়োজন। আর ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে এ শিক্ষা অর্জন করা যায়। শিশুকাল থেকে নৈতিকতা ও শিষ্টাচারের শিক্ষা দিতে হবে তাহলে তারা দেশ গঠনে ভূমিকা রাখতে পারবে। এছাড়া সামাজিক উন্নয়নের কাজে সমাজের সচেতন বিত্তশালী ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান বক্তরা।