নাটোরের লালপুরে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার দুই যুবককে জেলহাজতে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার তাঁদের নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন গোপালপুর পৌরসভার বৈদ্যনাথপুর মহল্লার মোবারক হোসেনের ছেলে নাহারুল ইসলাম (৩০) ও আজগর আলীর ছেলে আরিফুল ইসলাম (৩২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই দুই যুবক মদ খেয়ে হাতে রামদা নিয়ে মাতলামি করছিলেন। এ সময় স্থানীয়রা তাঁদের আটক করে থানায় খবর দেয়। পরে লালপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনোয়ারুজ্জামান বলেন, ওই ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।