স্টাফ রিপোর্টার: নাটোরের লালপুরে এম আর বি ট্যুরস এন্ড ট্রাভেলসের ও নাসিম হজ কাফেলার উদ্যোগে ১৮তম হাজী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৬ নভেম্বর এজেন্সী ব্যবস্থাপনা অংশীদারের বাসভবন চত্বরে এ হাজী সম্মেলনের আয়োজন করা হয়।
এ এস এম মোকাররেবুর রহমান নাসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ সাগর, অধ্যক্ষ মুক্তিযোদ্ধা নাঈম উদ্দিন, অধ্যক্ষ আব্দুল মান্নান, অধ্যক্ষ হযরত আলী, অধ্যক্ষ রাফি উদ্দিন, ডা. আমিনুল ইসলাম ডা. নাজিম উদ্দিন, মাষ্টার আব্দুল হালিম, শামীম আহমেদ প্রমুখ। এ সময় লালপুর, বাঘা, ঈশ্বরদী, কুষ্টিয়া সহ দেশের বিভিন্ন স্থান হতে প্রায় ৫ শতাধিক হাজী সাহেবান ও অতিথি বৃন্দ এ সম্মেলনে অংশ গ্রহন করেন।