মানুষের শারীরিক শক্তি থেকে ইচ্ছা শক্তিটাই বড়। কথাটির আরও একটি প্রমাণ দিলেন নাটোরের সিংড়া উপজেলার রাসেল মৃধা।
আজ তিনি তার অদম্য ইচ্ছা শক্তির বদলোতে প্রশংসায় ভাসছেন। তার দুটি হাত ও একটি পা নেই।
তাই বলে দমে যাননি জীবন যুদ্ধে। একটি পা দিয়ে লিখে দাখিল পরীক্ষা দিয়েছেন রাসেল।
প্রকাশিত ফলাফলে জানা যায় তিনি জিপিএ ৩.৮৮ পেয়ে পাশ করেছেন।
শারীরিক প্রতিবন্ধী রাসেলের পাসের খবরে পরিবার, শুভাকাঙ্ক্ষী, এলাকার মানুষ, সহপাঠি ও শিক্ষকরা খুশিতে উদ্বেলিত। পাশাপাশি সন্তোষ প্রকাশ করেছেন উপজেলা ও জেলা প্রশাসন।
সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এমএম সামিরুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শারীরিক প্রতিবন্ধী রাসেল পাস করার খবর সঙ্গে সঙ্গেই জেলা প্রশাসককে জানানো হয়েছে। খবর পেয়ে তিনি রাসেলের সঙ্গে কথা বলে শুভ কামনা জানিয়েছেন। পাশাপাশি কলেজে ভর্তি ও পড়াশুনার ব্যাপারে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
ইউএনও আরও বলেন, জেলা প্রশাসনের পাশাপাশি উপজেলা প্রশাসন থেকেও সকল ধরনের সহযোগিতা প্রদান করা হবে। ইতোমধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তাকে একটি ল্যাপটপ উপহার দিয়েছেন।
রাসেল নাটোরের সিংড়া উপজেলার শোলাকুড়া মহল্লার দিনমজুর আব্দুর রহিম মৃধার ছেলে। সে স্থানীয় শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদরাসা থেকে এ বছর দাখিল পরীক্ষায় অংশ গ্রহণ করেছিল।