কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে যাচ্ছেন নাটোরের লালপুরের সুমি হার্ডওয়ার এন্ড গ্লাস হাউজ এর মালিক শাখাওয়াত হোসেন শুকুর (৩৮)। তিনি উপজেলার নবীনগর গ্রামের ফকির উদ্দিন মন্ডলের ছেলে।
খেলা দেখার সুযোগ পেয়ে তিনি খুবই উৎফুল্ল। এ বিষয়ে তার অনুভুতি প্রকাশ করতে গিয়ে এ প্রতিবেদককে জানান, তিনি একজন হার্ডওয়ার ও রং ব্যবসায়ী। লালপুর মোড়ে সুমি হার্ডওয়ার এন্ড গ্লাস হাউজ নামে তার একটি দোকান আছে। কানসাই নেরোল্যাক পেইন্টস্ (বাংলাদেশ) লিমিটেড এর পক্ষ থেকে তিনি কাতার সফরে যাচ্ছেন এবং সেখানে গিয়ে কোম্পানির পক্ষ থেকে বিশ্বকাপ ফুটবলের এক বা একাধিক খেলা দেখবেন। এক প্রশ্নের জবাবে তিনি জানান, নাটোর জেলার মাত্র দুই জন এ সুযোগ পেয়েছে তার মধ্যে তিনি একজন।
কোন দলকে পছন্দ করেন এমন প্রশ্নের জবাবে তিনি জানান, ‘আসলে আমি ফুটবল খেলাকে পছন্দ করি, কোন দলকে নয়’। তিনি রবিবার বিকেলে পদ্মা এক্সপ্রেস ট্রেনে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন। সোমবার আনুষঙ্গিক কাজ সেরে মঙ্গলবার বিমানযোগে তিনি কাতারের উদ্দেশ্যে রওনা দিবেন।তিনি লালপুর তথা সারা দেশবাসির কাছে দোয়া চেয়েছেন।