নাটোরের লালপুরে নমুনা শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ নভেম্বর) বিকেলে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্র ঈশ্বরদীর আয়োজনে লালপুর উপজেলার মোহরকয়া গ্রামে বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল জিংক ও আয়রন সমৃদ্ধ ধানের জাত বিনাধান-২০ এর প্রচার ও সম্প্রসারণের লক্ষে নমুনা শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর এর উপপরিচালক (ডিএই) মো. আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত থেকে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিনা ময়মনসিংহের মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল হোসেন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিনা ময়মনসিংহের পরিচালক (প্রশাসন) ড. মোঃ আবুল কালাম আজাদ, বিনা ময়মনসিংহের পরিচালক (গবেষণা) ড. আব্দুল মালেক, বিনা ময়মনসিংহের সিএসও ড. মোঃ মুনজুরুল ইসলাম, লালপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রাকিবুল ইসলাম, বিনা উপকেন্দ্র,ঈশ্বরদীর ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃষিবিদ মোঃ খান জাহান আলী।
এসময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ,ও বিভিন্ন পর্যায়ের কৃষাণ কৃষাণীরা উপস্থিত ছিলেন।