নাটোরের লালপুরে আধুনিক ও ধর্মীয় শিক্ষার সমন্বয়ে গঠিত বিলমাড়ীয়া কোরআন একাডেমিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ নভেম্বর ২০২২) সকালে বিলমাড়ীয়া কোরআন একাডেমি চত্বরে আলহাজ্ব আজিজুল হক চুনুর সভাপতিত্বে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে উপস্থিত ছিলেন জেনিথ ইসলামী লাইফ ইন্সুইরেন্স এর জেনারেল ম্যানেজার মাওঃ মো. রুহুল আমিন, বিলমাড়ীয়া কোরআন একাডেমির ব্যাবস্থাপনা পরিচালক, বাংলাদেশ মানবাধিকার কমিশন লালপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সালাহ্ উদ্দীন, পরিচালক মোঃ মুনতাজ আলী মুস্তাক, বিলমাড়ীয়া কোরআন একাডেমির মুহতামিন হাফেজ মাওলানা আবু হানিফ, পরিচালক রুবেল হোসেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন লালপুর উপজেলা শাখার দপ্তর সম্পাদক মো. শিমুল আলী প্রমুখ। এসময় সকল ছাত্র-ছাত্রীদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।