জাতীয় সাংবাদিক সংস্থার আয়োজনে বুধবার সাগরকন্যা কুয়াকাটায় কেন্দ্রীয় নির্বাহী পরিষদের শপথ ও অভিষেক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মুহম্মদ আলতাব হোসেন। শপথ গ্রহন শেষে অভিষেক অনুষ্ঠানে মহাসচিব মুহম্মদ কামরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহসভাপতি আলমগির গণী, খায়রুল ইসলাম, ইলিয়াস আহমেদ, মমিন রশীদ সাইন, মিজানুর রহমান প্রিন্স, মুক্তিযোদ্ধা এডভোকেট মনজঞ্জুরুল হক, যুগ্মমহাসচিব মামুন-অর-রশীদ, এডভোকেট ব.ম শামীম, কাজী মাহামুদুল হাসান, কেএম রুবেল, সহকারী মহাসচিব আব্দুল মজিদ, রফিকুল ইসলাম, হাসান সরদার জুয়েল, সাংগঠনিক সচিব সালাহউদ্দিন, আরিফুর রহমান খান, কামরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সচিব প্রিয়াংকা ইসলাম, তথ্য ও প্রযুক্তি সচিব নাদিকুর রহমান, সহকারী পরিকল্পনা সচিব জামিরুল ইসলাম প্রমুখ।