স্টাফ রিপোর্টার: লালপুরে ক্ষুদে শিক্ষার্থীদের শিক্ষা ও প্রযুক্তির উন্নয়নে মেধা যাচাই ‘বীর মুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষাবৃত্তি’ পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ ডিসেম্বর) উপজেলার শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বীর মুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষাবৃত্তি টাস্টের নিজস্ব অর্থায়নে ও প্রাকীতি ফাউন্ডেশনের সহযোগিতায় এ পরিক্ষা অনুষ্ঠিত হয়। এসময় পরিক্ষা কেন্দ্র পরিদর্শন করেন, বীর মুক্তিযোদ্ধা আদম আলীর স্ত্রী আজমিরা বেগম, জোষ্ঠ সন্তান আরজুমান্দ বানু পুষ্প, প্রাকীতি ফাউন্ডেশনের সহ-সভাপতি হাসিবুল ইসলাম, লালপুর পাবলিক লাইব্রেরির সভাপতি আব্দুল ওয়াদুদ প্রমূখ। সংশ্লিষ্ট সূত্র জানায়, এবছর নবম শিক্ষাবৃত্তিতে ৯৩ টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫৫৪ জন পরীক্ষার্থীর এ পরিক্ষার জন্য নিবন্ধন করে। এর মধ্যে পরিক্ষায় অংশ নেন ৫১৬ জন শিক্ষার্থী। এসময় অনুপস্থিত ছিল ৩৮ জন । এর মধ্যে মেয়ে ২১ এবং ১৭ জন ছেলে। পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে আগামী ৩০ ডিসেম্বর বিকাল ৪টায়। এবিষয়ে জোষ্ঠ সন্তান আরজুমান্দ বানু পুষ্প বলেন, আমার পিতা দেশমাতৃকার জন্য যুদ্ধ করেছেন। অত্র অঞ্চলের শিক্ষার উন্নয়নের জন্য স্কুল-কলেজ প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে আমার পরিবারের উদ্যোগে লালপুরের ছোট ছোট ছেলেমেয়েদের থেকেই যেন শিক্ষার মান বৃদ্ধির পায় এবং তাদের পড়াশোনায় উদ্ভুদ্ধ-অনুপ্রাণিত করতে আমার পিতার উপার্জিত রেখে যাওয়া সম্পদ থেকে এই বৃত্তি চালু করেছি। নয় বছরের এই যাত্রায় পরিক্ষার্থী দিনে দিনে বেড়ে চলছে। এতে এঅঞ্চলের শিক্ষা ব্যবস্থায় অগ্রণী ভূমিকা রাখছে বলে আমি মনে করি।