সৌদি প্রবাসী পিতার রহস্যজনক মৃত্যুর দেড় বছরের মাথায় আত্মহত্যার পথ বেছে নিলো প্যারামেডিক্যাল ছাত্র মুশফিকুর রহমান মাসুক (২২)। রাজশাহী শহরের একটি ছাত্রাবাসে সিলিং ফ্যানের সাথে গলায় কাপড় পেঁচিয়ে আত্মহত্যা করে সে। বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে ওই মেসে হতে তার লাশ উদ্ধার করে পুলিশ। সে নাটোরের লালপুর উপজেলার বুধপাড়া গ্রামের মরহুম মতিউর রহমান পিন্টুর ছেলে। সৌদি প্রবাসী পিন্টু ২০২১ সালের ১২ জুলাই রাজধানী রিয়াদের একটি বাসায় রহস্যজনকভাবে মারা যান। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায় সম্প্রতি প্রেমঘটিত কারণে মাসুক কীটনাশক খেয়ে অসুস্থ হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিছুটা সুস্থ হলে পরিবারের লোকজন তাকে বাড়িতে নিতে চাইলে আগামী রোববার বাড়িতে আসার কথা জানায় সে। গত বৃহস্পতিবার তার মা ও পরিবারের সদস্যদের রাজশাহী রেল স্টেশনে ট্রেনে উঠিয়ে দেয় মাসুক। এরপর মেসে এসে রুমের দরজা আটকে দেয় সে। সন্ধ্যা হলেও সে রুম থেকে বের না হলে মেসের অন্য ছাত্ররা খুঁজতে গিয়ে তাকে তার কক্ষে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। ময়নাতদন্ত শেষে তার গ্রামের বাড়ি বুধপাড়ায় নিলে এক নজর দেখতে মানুষের ঢল নামে। গতকাল বাদ আসর লালপুর ডিগ্রী কলেজ মাঠে জানা