নান্দরায়পুর উচ্চ বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান শিক্ষক, ছোট ময়না জামে মসজিদের সাবেক পেশ ঈমাম মো. ইদ্রিস আলী মোল্লার তৃতীয় মৃত্যুবাষির্কি উপলক্ষে আলোচনা, দোয়া মাহফিল ও জনকল্যানমুলক কর্মকান্ডের আয়োজন করা হয়।
মোহাম্মদ ইদ্রিস আলী মোল্লা ফাউন্ডেশন (মিয়াম ফাউন্ডেশন)-এর উদ্যোগে সপ্তাহব্যাপী আয়োজনে ছিল বড় ময়না (কেন্দ্রীয়, পশ্চিমপাড়া, পূর্ব পাড়া), ছোট ময়না ও নান্দ পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া মাহফিল, নান্দরায়পুর উচ্চ বিদ্যালয়ে আলোচনা ও দোয়া মাহফিল, একই দিনে ঈনসানে আফদাল মাদ্রাসায় সকল ছাত্রদের মধ্যাহ্ন ভোজ, ফুলবাড়ীয়া মদিনাতুল উলুম মাদ্রাসাতে ছাত্রদের জন্য মধ্যাহ্ন ভোজ, নিজ বাড়ীতে ইসলামী ওয়াজ ও দোয়া মাহফিল এবং শীতার্তদের মাঝে শীতস্ত্র বিতরণ।
৩০ ডিসেম্বর ২০২২ থেকে ৮ জানুয়ারি ২০২৩ পর্যন্ত এই আলোচনা ও দোয়া মাহফিলে মো. ইদ্রিস আলী মোল্লার সতীর্থগণ তাঁর শিক্ষানুরাগী জীবনাদর্শ, সততা, নিয়ামানুবর্তিতা, ত্যাগ, ধৈর্য্য ও নেতৃত্বের গুণাবলী তুলে ধরেন।
মোঃ ইদ্রিস আলী মোল্লার সুযোগ্য পুত্র, পিতার আদর্শে উজ্জীবিত, বিশিষ্ট ব্যবসায়ী, আন্তর্জাতিক সুনামধন্য প্রশিক্ষক ও বক্তা, অভিভাবকত্বের বিশেষজ্ঞ ও সমাজ সেবক এবং মিয়াম ফাউন্ডেশনের স্বপ্নদ্রষ্টা ইঞ্জিনিয়ার এম জাকির আহম্মেদ । তিনি স্থানীয় সকল শুভাকাঙ্খী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক মন্ডলী, নেতৃবৃৃন্দ, ফাউন্ডেশনের কর্মকর্তা ও এলাকাবাসীকে উক্ত আলোচনা ও দোয়া মাহফিলে সার্বিক সহযোগিতার কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
উল্লেখ্য, ২০২০ সাল থেকে মিয়াম ফাউন্ডেশন-এর তত্তবধায়নে ঈনসানে আফদাল মাদ্রাসা, মিয়াম ফুটবল একাডেমী, মিয়াম আর্ট একাডেমী এবং মিয়াম এগ্রো অনন্য মানুষ গড়ার প্রত্যয়ে অত্র এলাকার সার্বিক উন্নয়নে নানামুখি কর্মসূচী বাস্তবায় করে চলেছে।