1. admin@lalpurbarta.com : Farhanur Rahman : Farhanur Rahman
  2. biswasfahim020@gmail.com : Fahim Biswas : Fahim Biswas
  3. farhanurlalpur@gmail.com : Abdul Muthalib Raihan : Abdul Muthalib Raihan
  4. farhanurrahman4@gmail.com : Sajibul Islam Ridoy : Sajibul Islam Ridoy
  5. tushar698934@gmail.com : Tusher Imran : Tusher Imran
বালুমহাল নিয়ে মানববন্ধন-বিক্ষোভ - লালপুর বার্তা
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০১:৩৯ অপরাহ্ন

বালুমহাল নিয়ে মানববন্ধন-বিক্ষোভ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩
  • ৩৬৫ Time View

নাটোরের লালপুরে ইজারাকৃত বালুমহাল নিয়ে ষড়যন্ত্রকারীদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি ২০২৩) উপজেলার লালপুর-ঈশ্বরদী সড়কের লক্ষ্মীপুর বাজার এলাকায় এ আয়োজন করে স্থানীয়রা।

এতে বক্তব্য রাখেন ২নং ঈশ্বরদী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক সোহেল রানা কনক, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য তরিকুল ইসলাম, যুবলীগ নেতা মিজানুর রহমান, সুমন আলী প্রমুখ।

বক্তব্যে তারা বলেন, সরকার দীর্ঘদিন ধরে বালুমহাল ইজারা না দেওয়ায় ১১ মামলার আসামি টুটুল ও তার ভাই সুমন এ পর্যন্ত অবৈধভাবে বালু-ভরাট তুলে ব্যবসা করে আসছিলেন। এ বছর সরকার সামিউল এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানকে ৫ কোটি ৬৩ লাখ ৭৬ হাজার টাকায় সরকারি বিধি মোতাবেক ইজারা দেয়।

সরকারী ইজারা না পেয়ে টুটুল ও তার সহযোগীরা ক্ষিপ্ত হয়ে ইজারা গ্রহনকারীদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করতে থাকে। এরই ধারাবাহিকতায় গত ২৩ জানুয়ারি বালুমহালের বিরুদ্ধে টুটুল-সুমন তাদের অনুসারীদের নিয়ে একটি মানববন্ধন করে।

বক্তারা আরও জানান, টুটুল-সুমন এলাকার চিহ্নিত সন্ত্রাসী, বালু চোর, চাঁদাবাজ ও মাদক কারবারি। বালুমহাল থেকে তারা চাঁদা দাবি করে। তাদের চাঁদা না দেওয়ায় গুলি বর্ষন করে। এ বিষয়ে লালপুর থানায় মামলা হয়েছে। মানববন্ধন শেষে তারা টুটুল ও সুমনের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে।

এ বিষয়ে টুটুল বলেন, তার বিরুদ্ধে একটি পক্ষ মানববন্ধনে যে বক্তব্য দিয়েছেন তা সত্য নয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

এই বিভাগের আরও খবর
© সাপ্তাহিক লালপুরবার্তা কর্তৃক  © ২০২০ সর্বস্বত্ত্ব সংরক্ষিত
Theme Customized BY WooHostBD