নাটোরের লালপুরে সোহাগ আলী (৪০) নামে এক যুবকের বিরুদ্ধে এক গৃহবধূকে (২৯) ধর্ষণে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) উপজেলার আড়বাব ইউনিয়নে এঘটনা ঘটে। এবিষয়ে ভুক্তভোগী ওই নারী ৩ জনের নাম উল্লেখ করে লালপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। অভিযুক্ত সোহাগ উপজেলার আড়বাব ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, ওই নারীর সাথে অভিযুক্ত যুবকের ৭ বছরের পরকিয়া প্রেমের সম্পর্ক ছিল। এসময়ে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক গড়ে তুলে ওই যুবক। গত বৃহস্পতিবার বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে আরো এক নারীসহ ২ জনের সহায়তায় এক বাড়িতে নিয়ে ধর্ষণ করে। এঘটনা জানাজানি হলে ওই নারীকে বিয়ে করতে অস্বীকৃতি জানায় সোহাগ।
এবিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সোহাগ আলী ওই নারীর সাথে প্রেমের সম্পর্কের কথা স্বীকার করে বলেন, আমি ওই বাড়িতে মোবাইল ঠিক করতে গিয়েছিলাম। এসময় স্থানীয়রা আমাকে পরিকল্পিত ভাবে ফাঁসিয়েছে।
এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান বলেন, এবিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।