নাটোরের লালপুরে মাটি বহনকারী ট্রাক্টর থেকে পড়ে হেলপার ফরহাদ আলী (১৫) নামে এক কিশোরের নিহত হয়েছেন।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫ টার দিকে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া এলাকায় এঘটনা ঘটে। নিহত ফরহাদ একই এলাকার আজিত মোল্লার ছেলে।
এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জজামান জানান, ভোরে উপজেলার মহরকয়া গ্ৰামের ঝাওতলা এলাকায় কাজে যাওয়ার সময় ট্টাকটরের ওপর থেকে নিচে পড়ে যায় হেলপার ফরহাদ। এসময় ঘটনাস্থলেই মারা যান তিনি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।