নাটোরের লালপুরে ইসলামী জালসা শুনে বাড়ি ফেরার পথে ট্রেনে কাটা করে রাবেয়া বেগম (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার আজিমনগর রেলওয়ে স্টেশন এলাকায় এঘটনা ঘটে। নিহত বৃদ্ধা উপজেলার মহিষাখোলা গ্রামের মৃত সোবহানের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, অসুস্থ বৃদ্ধা রাবেয়া বেগম তার নাতনির সাথে আজিমনগর রেলস্টেশন সংলগ্ন মাদ্রাসায় ইসলামী জালসা শুনতে গিয়েছিল। জালসা শেষে ভুল করে ওই বৃদ্ধাকে রেখে তার নাতনি বাড়ি চলে যায়। পরে ওই বৃদ্ধা রাস্তা ভুল করে রেললাইন ধরে বাড়ি ফিরছিল। এসময় পেছন থেকে ঢাকা গামী ধুমকেতু এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
বিষয়টি নিশ্চিত করে আজিমনগর রেলওয়ে স্টেশনের পোর্টার আবু রায়হান বলেন, রেলওয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করেছে। তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।