ফারহানুর রহমান রবিন: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাটোর জেলা ছাত্রকল্যাণ সমিতির আয়োজনে “নবীনবরণ ও মিলনমেলা” অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার (১৫ ফেব্রুয়ারি) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার দ্বিতীয় তলায় নবীনবরণ ও মিলনমেলার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড.ইব্রাহিম খলিল, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক নাটোরের কৃতি সন্তান আলমগীর কবীর পরাগ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রীর সহকারী ব্যক্তিগত একান্ত সচিব ইমদাদ হক।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শায়লা শারমিন সেতু, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড.সোহেল আহমেদ, বাংলাদেশ যুব মহিলা লীগের সহ-সভাপতি এ্যাডভোকেট কোহেলী কুদ্দুস মুক্তি প্রমুখ।