নাটোরের লালপুরে ফসলি জমিতে অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় বিক্রি করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গত (২৬ ফেব্রুয়ারি) রোববার বিকেলে উপজেলার সন্তোষপুর ও রামানন্দপুর এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার লালপুর ইউনিয়নের রামানন্দপুরে জমির উপরিভাগের মাটি বিক্রি করে দেওয়াই আবাদি জমি সংকুচিত হয়ে পড়েছে। ফলে কমে যাচ্ছে ফসলি জমি। সৃষ্টি হচ্ছে বিভিন্ন ফসল আবাদে প্রতিবন্ধকতা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, কেন্দ্রীয় ছাত্রনেতা মনজুর রহমান মিঠু, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক ধর্ম ক্রিয়া ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক রাহাত আলী, লালপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রকিব, মোহাম্মাদ সপ্পু, কহিনুর বেগম, মুর্শিদা বেগম প্রমুখ।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন তিন ফসলি জমি রক্ষার জন্য। কিন্তু তিন ফসলি জমির মাটি কেটে ইটভাটায় নেয়া হচ্ছে। এতে জমির ক্ষতি হচ্ছে। ভবিষ্যতে কৃষকরা ফসল ফলাতে পারবে না। তখন খাদ্য সংকট দেখা দিবে।
দ্রুত ফসলি জমি কেটে ইটভাটাই বিক্রি বন্ধের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এ বিষয়ে লালপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীমা সুলতানা বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।