স্টাফ রিপোর্টার: নাটোরের লালপুরের বিলমাড়ীয়া মডেল একাডেমির শিক্ষা সফর ও বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার (২৭শে ফেব্রুয়ারী) দুপুরে নাটোরের লালপুরে গ্রীন ভ্যালি পার্কে এই শিক্ষা সফর ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
বিলমাড়ীয়া মডেল একাডেমীর প্রধান শিক্ষক আমজাদ হোসেনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক নাহিদ আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সাংবাদিক সংস্থার লালপুর উপজেলা শাখার সভাপতি আব্দুর রশিদ (মাস্টার)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মোত্তালেব রায়হান।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষক মোঃ সজিব আহমেদ, মোছাঃ মিন্নাতুন নেছা, মোছাঃ সাকিরা খাতুন, মোছাঃ নুরুন্নাহার ইতি, মোঃ রাজু শেখ, মোঃ রান্টু আলী সহ ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ক্রিড়া প্রতিযোগিতাসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজেতাদের মাঝে অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা পুরস্কার তুলে দেন।