নাটোরে পাঁচ ব্যবসায়ীকে ১৩ হাজার ৭শ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। শনিবার (৪ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত নাটোর সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন অধিদফতরের নাটোর জেলা সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর।
এবিষয়ে তিনি বলেন, শনিবার বেলা ১১ থেকে বিকেল পর্যন্ত নাটোর সদর উপজেলার বিভিন্ন এলাকায় একটি অভিযান পরিচালনা করে ২০০৯ এর ৩৭, ৩৮ ও ৫১ ধারায় ৫ ব্যবসায়ীকে জরিমানা করা হয়।
সদর উপজেলার রহিমপুরী বাজার এলাকার মেসার্স মোনালিসা ফার্মেসির স্বত্বাধিকারী মো. মোসলেস উদ্দিনকে ৫১ ধারায় মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের অপরাধে ৪ হাজার টাকা, লক্ষ্মীপুর বাজার এলাকায় অবস্থিত রেজুয়ান স্টোরের স্বত্বাধিকার মো. শরিফুল ইসলামকে ৩৭ ধারায় পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে ৫ হাজার টাকা, হয়বতপুর বাজার এলাকায় অবস্থিত মাহিম হোটেলের স্বত্বাধিকারী মো. শরিফুল ইসলামকে ৩৮ ধারার মূল্য তালিকা না রাখার অপরাধে ১ হাজার টাকা, হরিশপুর বাজার এলাকায় অবস্থিত তৃষ্ণা ফার্মেসির স্বত্বাধিকারী আনন্দ চন্দ্র সরকারকে ৫১ ধারায় মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের অপরাধে ২ হাজার ২০০ টাকা এবং মাদ্রাসা মোড় এলাকায় অবস্থিত মেসার্স খোদেজা ফার্মেসির স্বত্বাধিকারী শফিউল ইমতিয়াজকে ৫১ ধারায় মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের অপরাধে ১ হাজার ৫শ টাকাসহ মোট ১৩ হাজার ৭শ টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।