নাটোরের লালপুর বাজার বণিক সমিতি আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা ও লালপুর বাজার পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা। এ সময় লালপুর বাজারে বিভিন্ন দোকান পরিদর্শন করে এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে রাখার জন্য নির্দেশ প্রদান করেন ।
লালপুর বাজার বণিক সমিতির সভাপতি ও লালপুর ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক পলাশের সভাপতিত্বে লালপুর বাজার ব্যাডমিন্টন কোর্টে উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আফতাব হোসেন ঝুলফু, লালপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মাজদার রহমান প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা বলেন, মাহে রমজান উপলক্ষে জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়ে অতিরিক্ত মুনাফা অর্জনের চেষ্টা করবেন না,কারণ করোনা মহামারীর পরে সারা পৃথিবীর অর্থনীতির অবস্হা ভালো নয়,তারপরেও সরকার জনগণকে ন্যায্য মূল্যে পন্যসামগ্রী যেন জনগণ ক্রয় করতে পারে সেদিকে লক্ষ্য রাখছে। তাই ব্যবসায়ীদের ক্রেতাদের প্রতি লক্ষ্য রেখে জিনিসপত্রের দাম নির্ধারণ করতে হবে।