ইসলামী ব্যাংক ঈশ্বরদী শাখার আলোচনা সভা ও ইফতার মাহফিল বৃহস্পতিবার ব্যাংক কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
ইসলামী ব্যাংকের ভাইস পেসিডেন্ট ও শাখা ব্যাবস্থাপক আশরাফ উদ্দীনের সভাপতিত্বে “সর্বজনীন কল্যানে ইসলামী ব্যাংকিং” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে পাবনা -৪ (ঈশ্বরদী – আটঘরিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাসের উপস্থিত থাকার কথা থাকলেও অনিবার্য কারণে উপস্থিত থাকতে পারেননি ।
ব্যাংকের সময় সিনিয়র কর্মকর্তা আজমত আলীর সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন পাবনা জেলা সভাপতি বিশিষ্ট ইসলামী আলোচক মাওলানা হাবিবুল্লাহ কাওসারী বিন হায়দারী।
সর্বজনীন কল্যানে ইসলামী ব্যাংকিং বিষয়ের উপর মুল প্রবন্ধ উপস্থাপন করেন ব্যাংকের ম্যানেজার অপারেশন জালাল উদ্দিন। দেশ ও জাতির কল্যানে দোয়া পরিচালনা করেন মাজদিয়া ইসলামিয়া ফাজিল মাদরাসার সাবেক অধক্ষ্য মাওলানা রফিউদ্দিন খান।
এ সময় বিশিষ্ট ব্যবসায়ী, শিল্পপতি, শিক্ষাবিদ, ইমাম খতিবসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।