স্টাফ রিপোর্টার: নাটোরের লালপুরের সাপ্তাহিক লালপুর বার্তার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ এপ্রিল) বিকেলে লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় (বিএম সংযোজিত) চত্বরে আয়োজিত ইফতার মাহফিলে প্রত্রিকাটির সম্পাদক ও লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মোত্তালেব রায়হানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, পল্লী বিদ্যুতের লালপুর জোনাল অফিসের ডিজিএম রেজাউল করিম খান, লালপুর বার্তার উপদেষ্টা সম্পাদক এ কে আজাদ সেন্টু, লালপুর পাবলিক লাইব্রেরীর সভাপতি আব্দুল ওয়াদুদ, লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খাজা শামীম মোঃ ইলিয়াস হোসেন, প্রাকীর্তি ফাউন্ডেশনের পরিচালক আমিনুল হক টমি, আনোয়ারুল হক, সুলতানুজ্জামান টিপু, গণেশ চন্দ্র, গোলাম সারাওয়ার মিলন, জাতীয় সাংবাদিক সংস্থার সহকারী সচিব সালাহ উদ্দিন, লালপুর মডেল প্রেসক্লাবের সভাপতি শাহ আলম, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি আব্দুর রশিদ মাস্টার, লালপুর বার্তার অনলাইন বার্তা সম্পাদক ফারহানুর রহমান রবিন প্রমূখ। এছাড়া স্থানীয় সাংবাদিক, গণ্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে দোয়া অনুষ্ঠিত হয়।