স্টাফ রিপোর্টার: মতপ্রকাশের স্বাধীনতা সকল প্রকার মানবাধিকারের চালিকা শক্তি এই প্রতিপাদ্য সামনে রেখে নাটোরের
লালপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩রা মে) বিকেলে লালপুর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের সভাপতি আব্দুল মোত্তালেব রায়হান এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহকারী মহাসচিব সালাহ্ উদ্দীন, প্রেসক্লাবের সহ-সভাপতি দৈনিক যুগান্তর লালপুর প্রতিনিধি প্রভাষক শাহীন ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী সদস্য জামিরুল ইসলাম, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক জামিল হোসেন, সদস্য ও জাতীয় সাংবাদিক সংস্থার লালপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ফারহানুর রহমান রবিন, প্রেস ক্লাবের সদস্য আতিকুর রহমান আতিক, শিমুল আলী, সজিবুল ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থার লালপুর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক নুহুল্লাহ, দপ্তর সম্পাদক মেহেরাবুল ইসলাম, অর্থ সম্পাদক হারুন অর রশিদ, সদস্য শরিফুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভার পূর্বে লালপুর ত্রিমোহিনী চত্বর হতে একটি র্যালি বের তা লালপুর উপজেলা প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়।
উল্লেখ্য, ১৯৯১ সালে অনুষ্ঠিত ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশ অনুযায়ী- ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভায় ৩ মে তারিখটিকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্বীকৃতি দেওয়া হয়। এরপর থেকে বিশ্বব্যাপী গণমাধ্যমকর্মীরা দিবসটি পালন করে আসছেন।