স্টাফ রিপোর্টারঃ লালপুরে অষ্টম শ্রেণীতে পড়ুয়া মেয়ের বান্ধবীকে (১৫) ধর্ষণের অভিযোগে এনারুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২০ মে ২০২৩) বিকেল ৩টার দিকে উপজেলার ওয়ালিয়া এলাকা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত এনারুল উপজেলার রামানান্দপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ভুক্তভোগী ছাত্রীর বাড়িতে বান্ধবীর বাবা এনারুল ইসলাম হাসুয়ার ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ভোক্তভোগীর চিৎকারে পরিবারের লোকজন এগিয়ে আসলে এনারুল পালিয়ে যায়। পরে বিষয়টি স্থানীয় ভাবে ১০ লাখ টাকায় মিমাংসা করেন। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে ভোক্তভোগীর বাবা এনারুল ইসলামের নামে লালপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।
এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল হোসেন বলেন, রাতে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে একজনের নাম উল্লেখ করে লালপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। পরে ওয়ালিয়া এলাকায় অভিযান চালিয়ে বিবাদীকে গ্রেপ্তার করা হয়েছে।