নাটোরের লালপুরে সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন।
শনিবার (১ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার লালপুর-গোপালপুর সড়কের বৈদ্যনাথপুর এলাকায় এঘটনা ঘটে। আহতরা হলেন, উপজেলার রসুলপুর গুচ্ছগ্রামের আশরাফুল ইসলামের ছেলে চঞ্চল (১৫), বিলমাড়িয়া গ্রামের ইয়ার আলীর ছেলে সবুজ (১৮), উত্তর লালপুর গ্রামের নান্টুর স্ত্রী শাহারা (৩০), দক্ষিণ লালপুর গ্রামের আফজাল (৫০), ঈশ্বরদী উপজেলার গোকুলনগর গ্রামের সাইফুল ইসলাম (৫০)।
বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জল হোসেন জানান, লালপুর হতে গোপালপুর গামী সিএনজি ও বিপরীত দিক হতে আসা জিংফু মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাঁচজন আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এঘটনায় ঘটনাস্থল থেকে সিএনজি ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এবিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।