ফারহানুর রহমান রবিন: নাটোরের লালপুরে উন্নয়ন শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। (২৪ জুলাই) সোমবার বিকালে দুয়ারয়া ইউনিয়নের বিভিন্ন বাজারে এ উন্নয়ন শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়। এ সসময় বর্তমান সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। দুয়ারিয়া ইউনিয়নের দুয়াড়িয়া বাজার, দূর্গাপুর, হাপানিয়া, মহেশ্বর বাজারে ও বিভিন্ন মহল্লায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাটোর-১ লালপুর- বাগাতিপাড়া আসনের সাবেক সাংসদ ও নাটোর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাড. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু।
এসময় বক্তরা বিএনপি-জামাতের অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য, অপরাজনীতি ও তত্ত্বাবধায়ক সরকারের নামে নাশকতা সৃষ্টির প্রতিবাদে, জনগণকে সচেতন করতে ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বক্তব্য রাখেন। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, নাটোর জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম মোর্তজা বাবু, লালপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মনোয়ার হোসেন নান্ট, উপজেলা মহিলা লীগের সভাপতি পারভীন আক্তার বানু, দুয়ারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন মোল্লা, লালপুর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোলায়মান হোসেন রিপন প্রমুখ। এছাড়াও দুয়ারিয়া ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের সহ বিভিন্ন নেতা কর্মী এ সময় উপস্থিত ছিলেন।