নাটোরের লালপুরে দৈনিক যুগান্তর ও যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা বেকারত্ব দূরীকরণের কারিগর নুরুল ইসলাম বাবুলের তৃতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে লালপুর উপজেলা প্রেসক্লাব এর আয়োজনে প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক যুগান্তর এর লালপুর প্রতিনিধি মোঃ সাহীন ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব মো: সালাহ উদ্দিন, প্রধান বক্তা ছিলেন লালপুর বার্তার সম্পাদক আবদুল মোতালেব রায়হান। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সাংবাদিক আব্দুর রশিদ মাষ্টার, অধ্যক্ষ ইনতাজ আলী, সহকারী শিক্ষক জামিরুল ইসলাম, প্রভাষক আলমাস হোসেন, আমিনুল ইসলাম, সহকারী শিক্ষক ফেরদৌস হোসেন মনি, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, ফারহানুর রহমান রবিন, শিমুল আলী, সিফাত আল আমিন, আছিরুল ইসলাম, জামিল হোসেন, মাহবুবুর রহমান, আতিকুল ইসলাম আতিক, নহু উল্লা, রুবেল হোসেন, সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ সময় যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামের কর্মময় জীবন নিয়ে আলোচনা করা হয়। পরে তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন হেফজখানা ও এতিমখানার সুপার মাওলানা হাফেজ মোহাম্মদ জাহাঙ্গীর। দোয়া মাহফিল শেষে এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়।