ফারহানুর রহমান রবিন: নাটোরের লালপুরে উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ আগস্ট) ৯ নং ওয়ার্ড আওয়ামী সেচ্ছাসেবক লীগের আয়োজনে লালপুর উপজেলার পদ্মার চরে এ উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত।
৮ নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৌখিন ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাটোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসাহাক আলী।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নাটোর জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাটোর জেলা পরিষদের সদস্য (প্যানেল চেয়ারম্যান) লালপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মতিউর রহমান মতি, আড়বাব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদতবরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহিদ ও মুক্তিযুদ্ধের সকল শহিদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এছাড়াও এ সময় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, ছাত্রলীগ সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।