নাটোরের লালপুর উপজেলায় বাংলাদেশ সরকারের সিভিল সার্ভিসের ৪১তম বিসিএস পরীক্ষায় পাঁচ জন সুপারিশপ্রাপ্ত হয়েছে । গত বৃহস্পতিবার পিএসসির ওয়েবসাইটে ৪১তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পিএসসির চুড়ান্ত ফলাফল অনুযায়ী ২৫২০ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। এর মধ্যে নাটোর জেলার লালপুর উপজেলা থেকে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে পাঁচজন জন সুপারিশ প্রাপ্ত হয়েছে। সুপারিশ প্রাপ্তরা হলেন, উপজেলার গৌরিপুরের তিলকপুর গ্রামের শংকর কুমার কুন্ডুর মেয়ে প্রিয়াঙ্কা রাণী কুন্ডু প্রশাসন ক্যাডারে ।
রামকৃষ্ণপুর গ্রামের ওয়ারেস মো. ইকবালের ছেলে আসিফ ইকবাল শিক্ষা ক্যাডারে।দক্ষিণ লালপুর গ্রামের জুয়েল আলী প্রকৌশলী ক্যাডারে । চংধুপইল ইউনিয়নের বাওড়া গ্রামের বসির উদ্দিনের মেয়ে জান্নাতুল ফেরদৌস লতা বন ক্যাডারে । ওয়ালিয়ার মোঃ রজবুল ইসলামের ছেলে মোঃ শাহরিয়া হোসেন কৃষি কর্মকর্তা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছে।