নাটোরের লালপুরে তিন শিশুকে বলাৎকার চেষ্টার অভিযোগে শফিউল ইসলাম শফি (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ আগষ্ট) সকালে তাকে নাটোর আদালতে পাঠানো হয়েছে। শফি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামের মৃত আজহার প্রামানিকের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার মাধবপুর (মালপাড়া) গ্রামে ভাড়া বাসায় একা থাকেন কাঠ ব্যবসায়ী শফি। ব্যবসায়ীক সূত্রে উপজেলার সালামপুর স-মিল এলাকায় তিন শিশুর সঙ্গে তার পরিচয় হয়। পরে বুধবার বিকালে ওই তিন শিশুকে টাকার প্রলোভন দেখিয়ে তার ভাড়া বাসায় ডেকে নিয়ে বলাৎকারের চেষ্ঠা করেন। বিষয়টি এলাকাবাসীর সন্দেহ হলে ওই বৃদ্ধকে আটক করে গ্রামবাসী। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে শিশু তিনজন বিষয়টি সবাইকে খুলে বললে পুলিশে খবর দেয়া হয়। পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে ওই বৃদ্ধকে পুলিশে সোপর্দ করে গ্রামবাসী।
এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শফি নামে এক ব্যক্তিকে থানায় নিয়ে আসা হয়। পরে লিখিত অভিযোগ পেয়ে তাকে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।