নাটোরের লালপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ আগস্ট) বিকেলে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের কলস নগর উচ্চ বিদ্যালয় মাঠে এশোকসভা অনুষ্ঠিত হয়।
দুয়ারিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নূরুল ইসলাম লাভলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি শহিদুল ইসলাম বকুল।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নাটোর জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অধ্যক্ষ বাবুল আক্তার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জয়, সাবেক উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি বদিউর রহমান বদর, লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা, দুয়ারিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কুদরতি খুদা পনির প্রমুখ।