নাটোরের লালপুরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে নারীসহ ৪ জন আহত হয়েছেন। রবিবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার রসুল মৌজার একটি জমিতে এই ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন- আসাদ (৩০), বজলু (৩৩),আব্দুল হান্নান (৪০) ও হাসিনা বেগম (৫০)।
পুলিশ জানায়, লালপুর উপজেলার রসুল মৌজার একটি জমি নিয়ে স্থানীয় আব্দুর রাজ্জাকের সঙ্গে পার্শবর্তী বাকনাই গ্রামের আবু বকরের বিরোধ চলছিল। রবিবার সকাল সাড়ে ৬টার দিকে আবু বকরের লোকজন জমিটি দখল করতে গেলে বাধা দেয় আব্দুর রাজ্জাকের লোকজন।
এ সময় বকরের লোকজন শটগানের গুলি ছুড়লে নারীসহ ৪ জন গুলিবিদ্ধ হয়। তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জল হোসেন জানান, খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।