লালপুরে চাষীদের আগাম আখ চাষে উদ্বুদ্ধ করণ সভা - লালপুর বার্তা
    মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১২:৩১ অপরাহ্ন

    লালপুরে চাষীদের আগাম আখ চাষে উদ্বুদ্ধ করণ সভা

    আব্দুর রশিদ (মাস্টার)
    • Update Time : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
    • ৪৭৮ Time View

    আব্দুর রশিদ (মাস্টার):  নাটোরের লালপুর উপজেলায় মনিহারপুর কৃষি পরামর্শ কেন্দ্রে আগাম ভালো আখ চাষ করণের জন্য কৃষকদের উৎসাহিত করার জন্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    শনিবার (০২ সেপ্টেন্বর) বিকালে মনিহার পুর আদর্শ পাবলিক লাইব্রেরী ও কৃষি পরামর্শ কেন্দ্রের আয়োজনে আখ চাষীদের নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

    দুড়দুড়ীয়া ইক্ষু কয় কেন্দ্রের সভাপতি এছার উদ্দিন এর সভাপতিত্বে এবং নর্থ বেঙ্গল সুগার মিলের সি আই সি দীপক কুমারের সঞ্চালনায় প্রধান অথিতি ছিলেন বাংলাদেশ সুগারক্রপ ইক্ষু গবেষনা ইনস্টিটিউট এর মহাপরিচালক ড. মোঃ ওমর আলী।

    বিশেষ অথিতি ছিলেন, নর্থ বেঙ্গল সুগার মিলের এমডি মো. খবির উদ্দিন মোল্লা, জি এম মো. আহসান উদ্দিন, ভি জি এম মো. কা এছার আলী, মনিহারপুর সোনার বাংলা আর্দশ লাইব্রেরী ও কৃষি পরামর্শ কেন্দ্রের সভাপতি আলী আজগর প্রমুখ।
    এ সময় ৭০ জন কৃষক অংশ গ্রহণ করে।

    Please Share This Post in Your Social Media

    Leave a Reply

    Your email address will not be published.

    এই বিভাগের আরও খবর
    © সাপ্তাহিক লালপুরবার্তা কর্তৃক  © ২০২০ সর্বস্বত্ত্ব সংরক্ষিত
    Theme Customized BY WooHostBD